ভোলার চার ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

ভোলার চার ইউনিয়নে ভোটগ্রহণ চলছে
নিউজটি শেয়ার করুন

 

ভোলার দুই উপজেলার চার ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর ও সৈয়দপুর ইউনিয়ন এবং লালমোহন উপজেলার রমাগঞ্জ ও কালমা ইউনিয়নে একসাথে ভোটগ্রহণ শুরু হয়।

 

চার ইউনিয়ন পরিষদে মোট ২০৫ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ২১ জন, নারী সদস্য পদে ৪৪ জন ও সাধারণ সদস্য পদে ১৪০ জন। এ চারটি ইউনিয়নেই ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

 

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যদের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ