ঢাকা ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৫
ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৮ মে ২০২৫) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা মধ্যরাত ২টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ তল্লাশি করে ওই মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
আটকরা হলেন ভোলা জেলার বাসিন্দা মো. রাফেজ (৪১) ও মো. মাকসুদুর রহমান (৩৫)। জব্দ হরিণের মাংস এবং আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল পরিচালনা করছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।’
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক