ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা ঠেকাতে না পেরে ১৯ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এবার দলীয় ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকাতে মাঠে নেমেছে বিএনপির স্থানীয় নেতারা। দলটি চাইছে শুধু প্রার্থী নয় সমর্থকদেরও ভোট প্রদানে নিরুৎসাহিত করতে। এটি এই মুহূর্তে তাদের আন্দোলনের অংশ বলে মনে করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।
শনিবার (১০ জুন) সকালে তিনি বলেন, আমরা আগেও বলেছি এবং যারা দলের নির্দেশনা অমান্য করে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছেন তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে। তেমনি ভোটার ও কর্মীদের প্রতি আহ্বান তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে সরকারকে সহায়তা না করেন। সরকার মূলত চাইছে এসব নির্বাচন দেখিয়ে আর্ন্তজাতিক সংস্থার কাছে নিজেদের দোষ ঢাকতে।
তিনি বলেন, ৯ জুন একযোগে ৩০টি ওয়ার্ডে সভা করে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে সিটি নির্বাচনে বিএনপির কোনো কর্মী সমর্থক যেন কেন্দ্রে না যান। যদি কেউ যান তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। নির্দেশনা অমান্য করায় ইতোমধ্যে ৩ জনকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। নির্দেশনা অনুসারে তৃণমূলের নেতাকর্মীরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির কর্মী-সমর্থকদের কেন্দ্রে না যেতে উৎসাহিত করছেন। সিটি কর্পোরেশনের ২৩, ২৪, ২৫, ১৪, ১১, ১৩ ও ৯ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ইতোমধ্যে বিএনপির নির্দেশনা পেয়েছেন। তবে স্থানীয় সরকারি নির্বাচনে কী করবেন সে বিষয়ে পর্যবেক্ষণ করছেন।
নিরুৎসাহিতের ক্ষেত্রে ‘ইভিএমে আগে থেকেই ফলাফল নির্ধারণ’ এবং ‘সুক্ষ্ণ কারচুপি করে ফলাফল বদল করা’ হয় বলে যুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া নজরদারি করতে প্রতিটি ওয়ার্ডে মনিটরিং টিম গঠন করেছে বিএনপি। যাদের কাজ সমর্থকরা ভোট দিতে গেলে তা অবহিত করা। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেন্দ্রিয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ১১ জুন রাত ১২টা পর্যন্ত আমাদের একটাই প্রচারণা ভোট দানে বিরত থাকুন এই সরকারকে না বলুন। আমরা আগে থেকে বলে এসেছি এই অবৈধ সরকারের কোনো নির্বাচনে বিএনপিসহ সাধারণ জনগণ যাবে না। এখনো বলছি, যতদিন পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা চালু না হবে ততদিন পর্যন্ত এই আহ্বান আমাদের।
এই নেত্রী বলেন, কর্মী-সমর্থকদের নির্দেশনা দেওয়া আছে তারা যেন ভোটকেন্দ্রে না যান। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।
উল্লেখ্য, নির্দেশনা অমান্য করে ভোটে অংশ নেওয়ায় মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ ১৯ জনকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি।
আর একদিন পরেই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। এতে মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১৮ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২ জন। ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক