ঢাকা ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
ভোলা : ভোলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কল্প চন্দ্র দে (২৫) ও বাপ্পী অনিক (২৫) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর এলাকার ভোলা-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত কল্প ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়াইলিয়া গ্রামের লোকেশ চন্দ্র দের ছেলে ও বাপ্পী অনিক পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার লোকেশের ছেলে।
স্থানীয়রা জানান, কল্প ও বাপ্পাসহ আরও এক যুবক মোটরসাইকেল যোগে বরিশাল থেকে তজুমদ্দিনের উদেশ্যে রওনা হয়। বিকেলের ফেরিতে করে ভেদুরিয়া ঘাটে নামে। পরে তারা মোটরসাইকেল করে তজুমদ্দিনের দিকে রওনা হয়। ভোলা সদরের বাপ্তা ভোটের ঘর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাকেলে থাকা তিনজনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় কল্প ও বাপ্পার উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।
ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক