ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০
ভোলার লালমোহনে খেলাধুলা করতে গিয়ে পুকুরে ডুবে তাইয়্যেবা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু তাইয়্যেবা লালমোহন পৌর ৮নং ওয়ার্ডের মো. ইব্রাহীমের মেয়ে।
স্থানীয়রা জানান, সকালের দিকে তাইয়্যেবার মা বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলে। এসময় তাইয়্যেবা খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে সে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।
পরে তাকে পরিবারের সদস্যরা না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করে। এরপর পুকুরে তাকে তাকে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা শিশু তাইয়্যেবাকে মৃত বলে ঘোষণা করেন।
লালমোহন থানা পুলিশের ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক