ঢাকা ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সাত রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আব্দুল হালিম (৫৩), কাওছার আলী (২২), মোসাম্মৎ খুশি বেগম (২১), সৈয়েদুল কাউসার (২১), কোনাইস বিবি (২৭), দিলজান খাতুন (১৬) ও শিশু মোহাম্মদ সালমান (১৮ মাস)।
খুলনা-২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর ই এলাহী বলেন, দুপুরে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে ভারত যাওয়ার জন্য এখানে আসেন। অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক