ঢাকা ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার দুপুরে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সাতঘর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে বাবু (৩০) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয় এবং মাসুদ(১৮) , নয়ন(২৪) , দেলোয়ার (২৮) ও মোতালেব(৩০) নামের আরো চার শ্রমিক আহত হয়।
আহতদের মধ্যে মাসুদ ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে ভর্তি আছে এবং বাকি তিন জন প্রাথমিক চিকিৎসা শেষে স্ব স্ব গন্তব্যে চলে যায়।
স্থানীয়, থানা ও হাসপাতাল সূত্রে জানাগেছে, ওই ইউনিয়নের সাতঘর নামক এলাকার জামিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে একটি ব্রিজের পাইলিংয়ের পিলার বসানোর সময় তৎসংলগ্ন স্থানে থাকা ৪৪০ কেভি ভোল্টের একটি বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে আহত হয় পাঁচ জন নির্মান শ্রমিক ।
স্থানীয়রা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ফয়সাল আহম্মেদ বাবুকে মৃত ঘোষনা করে। নিহত বাবু ময়মনসিংহের ফুলবাড়িয়া আশিম গ্রামের মুনছুর আলির ছেলে। বাকিদের বাড়িও একই এলাকায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক