ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
বরিশাল : বরিশালে নাশকতা মামলায় গৌরনদী বিএনপির ২৭ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছে বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক। আজ দুপুরে আসামীরা হাজিরা হলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।
বিএনপির ২৭ নেতাকর্মীদের রয়েছেন জাহাঙ্গীর হোসেন মৃধা, জামিল হোসেন পান্নু, আবুল বাশার প্যাদা, বিপ্লব প্যাদা, মিন্টু মৃধা, বাচ্চু প্যাদা, আব্বাস প্যাদা। তারা সবাই গৌরনদীর সরিকল ইউনিয়নের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সরিকল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাশকতার চেষ্টা করেন। এ ঘটনায় একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবাহ উদ্দিন আকন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে ২০২০ সালের ৩ জানুয়ারি ৫৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
ওই মামলায় ১১ জন জামিনে থাকলেও বাকিরা আসামিরা পলাতক ছিলেন। এর পরিপ্রেক্ষিতে দুপুরে পলাতক আসামিদের মধ্যে ২৭ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক