বড়াকোঠায় “তারুণ্য সংসদ” উন্মুক্ত গ্রন্থাগার’র উদ্বোধন

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২

বড়াকোঠায় “তারুণ্য সংসদ” উন্মুক্ত গ্রন্থাগার’র উদ্বোধন
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠায় সামাজিক সংগঠন “তারুণ্য সংসদ উন্মুক্ত গ্রন্থাগার’র শুভ উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার(২০ ফেব্রুয়ারী)সংগঠনের সভাপতি মোঃ হাসিবুল ইসলাম শান্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং বড়াকোঠা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ সহিদুল ইসলাম মৃধা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.কে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম বেপারী, সহাকারী ইংরেজী শিক্ষক মোঃ সেলিম হোসেন, ইউপি সদস্য মোঃ ফারুক মৃধা, আলাউদ্দীন শিকদার, জাকির হোসেন টলন ও বীর মুক্তযোদ্ধা হোচেন আলী ফকির এবং তারুণ্য সংদের প্রধান উপদেষ্টা মাহামুদ হাসান প্রিন্স।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্য সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আল আমিন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি সহিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তোমরা যে উদ্যোগ গ্রহন করেছ তা কল্পনাতীত। এ সময় তিনি সামাজিক সংগঠন “তারুণ্য সংসদের সকলকে শুভেচ্ছা জানান এবং তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 

প্রধান বক্তা সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আল আমিন বলেন, “সমাজের প্রয়োজনে, মানবতার কল্যাণে” এই স্লোগানকে ধারণ করে তারুণ্য সংসদ সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারুণ্য সংসদ এর আগেও বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প, করোনা কালীন জীবানু নাশোক স্প্রে, রাস্তা পরিস্কারকরণ সহ বিভিন্ন সামাজিক কাজ আঞ্জাম দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় “১ টি বইয়ের বিনিময়ে ১ টি বই” প্রকল্পের আওতাধীন তারুণ্য সংসদ উন্মুক্ত গ্রন্থাগার উদ্বোধন হচ্ছে। তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি এই গ্রন্থাগার ছাত্র ও যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে অনেকাংশে ভুমিকা রাখবে।

 

এসময় তিনি আরও বলেন, তারুণ্য সংসদ ২০১৭ সালে কাজ শুরু করে, এরপর গত অক্টোবর ২০২০ ইং এ ব্লাড ক্লাব নিয়ে কাজ শুরু করে, এখন গ্রন্থাগার নিয়ে কাজ করছে। ইতিমধ্যেই তাদের প্রায় ১০০ ব্যাগ ব্লাড কালেক্ট হয়েছে বলেও তিনি জানান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তারুণ্য সংসদের নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মোঃ আবির হোসেন তানভীর, যুগ্ন সম্পাদক মোঃ রেজান আইমান, গ্রন্থাগার কমিটির সভাপতি সোহেল রানা, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্ধ। অনুষ্ঠান শেষে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও ফিতা কেটে গ্রন্থাগারের উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব সহিদুল ইসলাম মৃধা |


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ