ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩
জিহাদুল ইসলাম, নড়াইল:: নড়াইলের বড়দিয়া বাজার সংলগ্ন মধুমতি ও নবগঙ্গা নদীর সংগমস্থল থেকে বিশাল আকৃতির এক সাঙ্গোস মাছ আটক হয়েছে জেলের জালে।
মহাজন উত্তর পাড়া গ্রামের জেলে রতন বিশ্বাস(৩০) প্রতিদিনের ন্যায় ৭ জুলাই (শনিবার) সকাল ৭ টায় পাইড় জাল ওই স্থানে ফেললে এ মাছটি আটকা পড়ে। শত শত মানুষ বিশাল এ মাছটি দেখতে ভিড় জমায় মহাজন উত্তর পাড়া শ্মশ্মানঘাটে। তাদের ধারনা মাছটি ৫ মন ওজন হবে।
উংসুক এলাকাবাসী খাওয়ার জন্য মাছটি ৮০ হাজার টাকা কিনে ভাগবাটোয়ারা করে নিয়েছেন। রতন বিশ্বাস ওই গ্রামের মৃত বাসুদেব বিশ্বাসের ছেলে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক