ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১০

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১০
নিউজটি শেয়ার করুন

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন বাসযাত্রী হবিগঞ্জের সদর উপজেলার রায়েরগঞ্জ এলাকার আব্দুল্লাহ (৬০) ও বাসযাত্রী আলামিন (৩২) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম (৩৫)।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী দিগন্ত এক্সপ্রেস বাসটি একটি মোটরসাইকেলের যাত্রীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায়। তখন মোটরসাইকেলের চালকও পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময়ে বাসের একজন যাত্রীর মৃত্যু হয়। অন্য আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

 

খবর পেয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ি হাঁটিখাতা হাইওয়ে পুলিশ, সরাইল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাশের উপজেলা মাধবপুর ও জেলা সদর হাসপাতালে পাঠায়।

 

হাঁটিখাতা হাইওয়ে থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান নিশ্চিত করে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে যাওয়া হবিগঞ্জগামী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ইসলামপুর ফাঁড়ির পুলিশ, সরাইল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা ও জেলা সদর হাসপাতালে পাঠায়। মরদেহ পার্শ্ববর্তী মাধবপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ