ঢাকা ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বাপ্পী নামে এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দেয়া কিছু যুবক। এ সময় বাগবিতণ্ডা শুরু হলে স্থানীয়রা এগিয়ে এসে ৮ যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। চাঁদাবাজির ঘটনায় খালিশপুর থানায় মামলা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টায় খালিশপুর থানার বাস্তুহারা কলোনির ২নং রোডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, খালিশপুর থানার দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিল। গতকাল সে আরও ৮ যুবকসহ রাত সাড়ে ৯টায় খালিশপুর বাস্তুহারা কলোনির ২নং রোডের বাসিন্দা বাপ্পীর বাড়িতে প্রবেশ করে। তারা বাপ্পীকে পতিত সরকারের দোসর দাবি করে ৫ লাখ টাকা চাঁদা চায়।
তারা জানায়, আগে বৈষম্যবিরোধী করলেও এখন তাদের একটা রাজনৈতিক দল আছে। দল চালাতে টাকার দরকার হয়। টাকা না দিলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে বাপ্পীকে তারা হুমকি দেয়। এ সময় এলাকাবাসী ঘটনা জানতে পেরে তাদের ধাওয়া দেয়। তখন রায়হানের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রায়হানসহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় বাপ্পীর স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেছেন। খালিশপুর থানার এস আই সোবহান মোল্লা বলেন, রাতে বাস্তুহারা কলোনির ২নং রোডের একটি বাড়িতে গন্ডগোল হয়েছে জানতে পেরে সেখানে যাই। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ৮ জনকে থানায় নিয়ে আসি। থানায় মামলা হওয়ায় বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করেছি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক