বোতল বোতল স্লোগানে উত্তাল কাকরাইল মোড়

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

বোতল বোতল স্লোগানে উত্তাল কাকরাইল মোড়
নিউজটি শেয়ার করুন

 

দ্বিতীয় মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের তিন দফা দাবিতে উত্তাল কাকরাইল মোড়। অপর দিকে সতর্ক অবস্থানে প্রশাসন। তিন দফা দাবি পূরণ না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান শিক্ষার্থীরা। আন্দোলনের আজ দ্বিতীয় দিন শিক্ষার্থীদের অংশগ্রহণ পর্যায় ক্রমে বৃদ্ধি পাচ্ছে। দাবি আদায়ে অনড় তারা। এসময় তাদের বোতল বোতল বলে স্লোগান দিতে শোনা যায়।

 

 

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কাকরাইল মোড়ে গণজোয়ার দেখা যায়।

 

 

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে যান উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার একপর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয়।

 

 

বোতল ছুড়ে মারার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

 

 

ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ভিড়ের মধ্য থেকে এক যুবক বোতল ছুড়ে মারেন। ওই যুবকের মাথায় ছিল ক্যাপ। পাশেই ছিলেন পুলিশ সদস্যরা। ওই যুবককে পুলিশের পক্ষ থেকে কিছু একটা জিজ্ঞাসা করতেও দেখা যায় ভিডিওতে।

 

 

 

বর্তমান শিক্ষার্থীদের দাবিকে সংহতি জানিয়ে সাবেক জবিয়ান উপস্থিতি বাড়ছে। ময়মনসিংহ, টাঙাইলসহ দেশের বিভিন্ন জেলার সাবেক শিক্ষার্থীরা আজ আন্দোলনে অংশ গ্রহণ করেছেন।

 

 

টাংগাইল থেকে আসা সাবেক সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষার্থী ভাইদের যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়ে আমি টাংগাইল হতে এসেছি আন্দোলনে। আমি আমার সাবেক ভাই এবং বন্ধুদের বলবো আপনারাও আসেন। দাবি আদায়ে অংশনেন।

 

 

অপরদিকে প্রশাসন থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছে তাদের দাবি যৌক্তিক এবং বিবেচনায় নেওয়া হয়েছে। তারা শান্তি পূর্ণ অবস্থান পালন করলে তাদের উপর পুলিশ বা অন্য কোন বাহিনী তাদের উপর চড়াও হবেন না।

 

 

তিন দফা দাবি গুলো হলো

১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জবির ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জবির ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।

৩. জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

গতকাল প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দ্রুতই প্রধান উপদেষ্টা বৈঠক করবে। বৈঠকে শিক্ষার্থীদের ৩ দফা দাবির বিষয়ে সমাধান করার চেষ্টা করা হবে। যেকোনো যৌক্তিক আন্দোলনের বিষয়ে সরকার কথা শুনবে।

 


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ