বেতাগী ছাত্রলীগের সাধারণ সম্পাদকে অব্যাহতি

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

বেতাগী ছাত্রলীগের সাধারণ সম্পাদকে অব্যাহতি
নিউজটি শেয়ার করুন

 

বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল এনামুল ইসলাম সাব্বির আকনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে প্রথম যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায়কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

 

শনিবার আকনকে অব্যাহতি দেয়া হয়।

 

জানা যায়, সাব্বির দায়িত্ব গ্রহণের পর থেকে সাংগঠনিক ও দলীয় কোনো কার্যক্রমে অংশগ্রহণ না করা, বিয়ে করে সংসার শুরু, চার বছরেও পূর্ণাঙ্গ কমিটি না দেয়া ছাড়াও তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ প্রমাণিত হয়েছে।

 

তাকে তার পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

 

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছে।

 

তিনি জানান, শনিবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাব্বিরকে অব্যাহতির বিষয়টি তাদের ফেসবুকে প্রকাশ করে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ