ঢাকা ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক ছিল। এ সময়ে কোনো বৃষ্টিপাত হয়নি। তবে আজ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক