বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদকঃ বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক পত্তনদার ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোঃ আরজ খানের বাড়িতে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক পত্তনদার ব্যাডমিন্ট প্রতিযোগিতা। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করেন এবং ফাইনালে পৌঁছ যায় স্বপ্ন শপিং মল ও বন্ধু মহল নামের ২টি দল।

 

গতকাল ১৪ই ফেব্রুয়ারী রোজ সোমবার উক্ত প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ কামরুজ্জামান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদপু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক উজ্জামান, সাধারণ সম্পাদক পত্তনদার মোঃমাসুদ আহমেদ এবং সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ এর ডিজিএম মোঃ মোশারফ হোসেন পত্তনদার।

 

খেলা পরিচালনা করেন দোহার উপজেলা যুবলীগ সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন রুশো।ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় স্বপ্ন শপিং মল। খেলা শেষে বিজয়ী দলের হাতে নির্ধারিত ১ম পুরস্কার ৩২” এলইডি টেলিভিশন তুলে দেয় অনুষ্ঠানে আগত অতিথিরা।

 

পুরস্কার বিতরণ শেষে অতিথিরা বলেন,,যে মানুষটির নামে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে জাতীর সেই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক পত্তনদার একজন ভালো মানুষ ছিলেন। ১৯৭১সালের মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজী রেখে দেশ স্বাধীন করেছেন।

 

স্বাধীনতার পরেও দেশ ও দেশের মানুষের জন্য তিনি আমৃত্যু কাজ করে গেছেন। সমাজসেবা, শিক্ষার উন্নয়নসহ তিনি সব সময় নিজেকে ভালো কাজের সাথে যুক্ত রেখে গেছেন। পাশাপাশি শিশু ও যুবকদের শারীরিক ও মানুষিক ভাবে সুস্থ রাখতে খেলাধুলাসহ বিভিন্ন বিনোদনের সাথে সংশ্লিষ্ট রাখতেন।

 

সেই ধারা অব্যাহত রেখে এই আয়োজন করেছেন এটা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

 

এ বিষয় বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক পত্তনদার এর ছেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ রানা মিয়া বলেন, আমার বাবা প্রায় ১ বছর আগে মারা গেছেন। কিন্তু তার জীবদ্দশায় তিনি সব সময় মানুষের কল্যানে কাজ করেছেন।

 

বিশেষ করে যুব শ্রেণীকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত রাখার চেষ্টা করতেন। আমিও তার অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে এলাকার মানুষ ও সমাজের উন্নয়নে কাজ করতে চাই। সেই ইচ্ছে বাস্তবায়ন করতেই এই ব্যাডমিন্টিন খেলার আয়োজন করা হয়েছে।

 

আমি ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাই যারা এই আয়োজন সার্বিক সহযোগিতা করেছেন এবং যে সকল অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ