বিয়ের পরদিন চুরি শেষে পুড়ানো হলো প্রবাসীর বাড়ি

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

বিয়ের পরদিন চুরি শেষে পুড়ানো হলো প্রবাসীর বাড়ি
নিউজটি শেয়ার করুন

সিলেটের বিশ্বনাথে বিয়ের পরদিন জনশূন্য প্রবাসীর বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। চুরির পর আগুন লাগিয়ে বাড়িটি পুড়ানো হয়েছে।

 

সোমবার সন্ধ্যায় উপজেলার অলংকারি ইউপির মীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। পুড়ে যাওয়া বাড়ির মালিকের নাম মাহমুদ আলী। তিনি সৌদি আরব প্রবাসী।

 

প্রবাসীর ছেলে কলেজপড়ুয়া ছেলে খালেদ মিয়া বলেন, রোববার আমার দ্বিতীয় বোন রাহিমা বেগমের বিয়ে সম্পন্ন হয়। সোমবার বিকেলে পরিবারের সবাই ঘর বন্ধ করে নববিবাহিত বোনের বাড়িতে বেড়াতে যাই। বোনের বাড়ি থেকে নিজেদের বাড়িতে সন্ধ্যার দিকে ফিরি। বাড়িতে পৌঁছে দেখি তালাবদ্ধ চারটি ঘরে আগুন জলছে।

 

তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় তালা খুলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে দেখতে পাই যে, রান্না ঘরের চুলার উপরের ছাউনি খুলে চোর ঘরে প্রবেশ করেছে। স্টিলের আলমিরার তালা ভেঙে বড় বোনের তিন ভরি, মায়ের চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দেড় লাখ টাকা চুরি করেছে। পরে বাড়ির চারটি ঘরে আগুন দিয়ে যায় চোরেরা। এতে ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ