ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
পূর্ব শত্রুতার জেরধরে একটি হাঁসের খামারে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করায় ১১০টি হাঁস মারা গেছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সা গ্রামের।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই গ্রামের মৃত রবীন্দ্রনাথ অধিকারীর পুত্র রনজিত অধিকারী জানান, ধারদেনা করে নিজের মাছের ঘেরের সঙ্গে তিনি হাঁসের খামার গড়ে তোলেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে খামারের হাঁসগুলোকে খাবার দিয়ে তিনি বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় খামারে গিয়ে ১১০টি হাঁস মৃত অবস্থায় দেখতে পান তিনি।
রনজিত অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের লোকজনে তার খামারের হাঁসের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে, ফলে সেই খাবার খেয়ে হাঁসগুলো মারা গেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক