বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস আজ

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস আজ
নিউজটি শেয়ার করুন

 

সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের চলাচলের জন্য শুধু একটি সহায়ক উপকরণই নয় এটি তাদের পরিচিতির প্রতীক, স্বাধীনভাবে ও নির্বিঘ্নে পথ চলার সহায়ক শক্তি। আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।

 

আন্তর্জাতিকভাবে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে সমাজের মূল স্রোতধারায় একীভূতকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। এ বছরে দিবসটির প্রতিপাদ্য ‘সাদাছড়ির উন্নতি-দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির অগ্রগতি’।

 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

 

দিবসটি উপলক্ষে আজ রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভার্চুয়াল প্লাটফর্মে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত থাকবেন।

 

এছাড়া সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ