ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩
তারকায় ঠাসা আক্রমণ ভাগ নিয়ে জ্বলে উঠতে পারল না ব্রাজিল। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসনরা কেবল আধিপত্যই দেখালেন, ফিনিশিংটা হলো না নিজেদের মতো। দ্বিতীয়ার্ধের শুরুতে সেট পিস থেকে পাওয়া গোলে ম্যাচে এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু সেই গোল আগলে রাখতে পারল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ দিকের গোলে ব্রাজিলের উৎসবের আয়োজন ভেস্তে দিল ভেনেজুয়েলা।
অ্যারেনা পান্তানালে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ ড্র করেছে ব্রাজিল। গাব্রিয়েল ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর এদুয়ার্দ বেলো ভেনেজুয়েলাকে সমতায় ফেরান।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই আক্রমণ শাণায় ব্রাজিল। নেইমারের পাস ধরে রিচার্লিসন ক্রস বাড়ান গোলমুখে। ভিনিসিয়ুস জুনিয়র বলের নাগাল পাওয়ার আগেই ভেনেজুয়েলা ডিফেন্ডার ওসারিও ভেস্তে দেন আক্রমণ। এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে প্রথমার্ধে, শুধু গোলটাই পায়নি তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি কিছুটা বাড়ে ব্রাজিলের। ৪৮তম মিনিটে পায়ের কারিকুরিতে জায়গা বের করে নেওয়ার পর নেইমারের শট ফিস্ট করে আটকান গোলরক্ষক। দুই মিনিট পরই কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় টানা দুই ম্যাচ জিতে আসা ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গতিময় হেডে জাল খুঁজে নেন গাব্রিয়েল।
কোণঠাসা ভেনেজুয়েলা দারুণভাবে ঘুরে দাঁড়ায় বেলোর দুর্দান্ত গোলে। জেফারসন সাভারিনোর ক্রসে ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন বেলো। পোস্টের নিচে এদেরসনের কিছুই করার ছিল না। বাকিটা সময়ে নেইমাররা পারেনি গোল করতে। তাতে চলতি বাছাইয়ে জয়ের ধারায় ছেদ পড়ে ব্রাজিলের।
শুক্রবার ভোরে নিকোলাস ওতামেন্দির গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে টেবিলে শীর্ষে ওঠে আর্জেন্টিনা। ঘণ্টা দুয়েকের ব্যবধানে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথেই ছুটছিল ব্রাজিল। কিন্তু হোঁচট খেয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামীকাল (শুক্রবার) ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাছাইয়ের প্রথম দুই ম্যাচেই তারা জয় নিয়ে মাঠ ছেড়েছিল। এবার তাদের সামনে আরও দুটি লড়াইয়ে নামার মুহূর্ত হাজির হয়েছে। প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে এবং ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মন্যুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসিরা নামবেন ভোর সাড়ে ৫টায়।
একইদিন সকাল সাড়ে ৬টায় খেলবে ব্রাজিল। তারা ম্যাচটি খেলবে ঘরের মাঠ অ্যারেনা পান্তানাল স্টেডিয়ামে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এক বিবৃতিতে সংস্থাটি নিজস্ব চ্যানেল ‘দি ফিফা প্ল্যাস ফাস্ট’ ম্যাচ দুটি দেখানোর কথা জানিয়েছে।
এর আগে বাছাইপর্বের প্রথম দুই লড়াইয়ে নেইমাররা ঘরের মাঠে বলিভিয়া এবং পেরুর মাঠে তাদেরকে হারিয়েছে। এরপর গত মাসের শেষদিকে আসন্ন দুই ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করে ব্রাজিল। আগামী ১৩ ও ১৮ অক্টোবর তারা যথাক্রমে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে। তার আগে ইনজুরি থেকে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
অন্যদিকে, আগামী ১২ অক্টোবর প্যারাগুয়ে ও ১৭ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। চোট থেকে দলে ফিরেছেন পাউলো দিবালা, মার্কোস আকুইনা, লুকাস ওকাম্পোসের মতো ফুটবলাররা। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ উইঙ্গার আনহেল ডি মারিয়া। চোট থাকায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া ডান পায়ে অস্ত্রোপচারের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজও।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক