ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২
বিএনপির চলমান আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ করবে বরিশাল মহানগর বিএনপি। এরই মধ্যে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করেছে দলটি।
এরই অংশ হিসেবে বরিশালে বিভাগীয় সমাবেশ করার লক্ষ্যে স্থান নির্ধারণের বিষয়ে আবেদনও করেছে তাঁরা। সমাবেশ করতে দলটির নেতাকর্মীরা বরিশালের জেলা প্রশাসক বরাবরে ঐকটি আবেদন করেছে। আবেদনে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানকে বেঁছে নিয়েছে তাঁরা।
জানাগেছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি.শর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীসহ সারা দেশে চাল, ডাল,জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুমতি চেয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন পত্র জমা দিয়েছে মহানগর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ।
রোববার বেলা ১২টায় জেলা প্রশাসক বরাবরে আবেদন করে। জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার এর পক্ষে আবেদনটি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিন, মহানগর সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট মো. আজাদ হোসাইন, এ্যাডভোকেট শেখ হুমাউন কবীর মাসউদ, এ্যাডভোকেট সরোয়ার হোসেন সহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক