ঢাকা ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচি ও ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্বভরাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের নাজমা আক্তার (৪৫) ও তার ভাতিজা রাসেল মিয়া (১৮)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্বভরাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় ঝুলে থাকা পিডিবির সংযোগ তারের সঙ্গে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে বাঁচাতে গিয়ে তার চাচা মজনু মিয়ার স্ত্রী নাজমা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বৌলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আউলাদ হোসেন এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক