বিদ্যুতায়িত হয়ে এক সঙ্গে মারা গেলেন ৩ জা

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২২

বিদ্যুতায়িত হয়ে এক সঙ্গে মারা গেলেন ৩ জা
নিউজটি শেয়ার করুন

 

নারায়ণগঞ্জ শহরের দেওভোগে বিদ্যুতায়িত হয়ে এক সঙ্গে ৩ জা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের দেওভোগ লক্ষ্মী নারায়ণ আখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ, দিপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ ও রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ। তাদের প্রত্যেকের বয়স ৩৫ থেকে ৪৫ এর মধ্যে।

 

নিহতদের স্বজনেরা বলেন, আজ সকালে ঝড় শুরু হলে রোদে দেওয়া কাপড় আনতে যান বাসন্তী রানী। এ সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে যান তিনি। তাঁকে অচেতন অবস্থান পড়ে থাকতে দেখে ছুটে আসেন বিমলা রানী। বাসন্তী রানীকে স্পর্শ করলে বিমলা রানীও বিদ্যুতায়িত হন। একইভাবে তাঁদের দুজনকে দেখে ছুটে আসেন মনি রানী। এভাবে তাঁরা তিনজন বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। পরে বাড়ির বিদ্যুৎ লাইনের প্রধান সংযোগ বন্ধ করে দিয়ে তাঁদের উদ্ধার করা হয়। পরে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।

 

স্বজনেরা আরও বলেন, বাড়ির লোহার গেটের সঙ্গে বিদ্যুতের তার টানা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই তার লিক হয়ে আশপাশে থাকা সকল ধাতব অংশ বিদ্যুতায়িত হয়েছে।

 

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরহাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তিন নারী মারা যান।

 

স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, ‘আমি খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তাঁদের পরিবারের লোকজন অত্যন্ত ভালো বলে পুরো এলাকায় পরিচিত। এ ঘটনায় আশপাশের সকল মানুষ শোকে স্তব্ধ হয়ে গেছেন। এমন হৃদয়বিদারক দৃশ্য এ এলাকার মানুষ আগে দেখেনি।

 

নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। একই পরিবারের তিন সদস্য এক সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। মূলত কেউ বিদ্যুতায়িত হলে সর্বপ্রথমে বাড়ির মেইন সুইচ বন্ধ করে দিতে হয়। এ ছাড়া শুকনো কাঠ দিয়ে মুক্ত করা যায়। কিন্তু বিষয়গুলো না জানায় তাঁদের এ করুণ পরিণতি হয়েছে।

 

পরিদর্শক আরও বলেন, নিহতের পরিবার এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ