বিদেশে চাকরির নামে টাকা আত্মসাৎ, ‘ভিসা গাইড সেন্টার’ সিলগালা

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

বিদেশে চাকরির নামে টাকা আত্মসাৎ, ‘ভিসা গাইড সেন্টার’ সিলগালা
নিউজটি শেয়ার করুন

 

বিদেশে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে গত দুই বছরে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেছে ভিসা গাইড সেন্টার নামে একটি প্রতিষ্ঠান। এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগীর সুস্পষ্ট অভিযোগের সোমবার (১২ অক্টোবর) ভিত্তিতে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিরপুরের শাহআলী মার্কেটের ৯ম তলায় ভিসা গাইড সেন্টারে অভিযান চালায় র‌্যাব-৩।

 

অভিযান শেষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, এমডি, পরামর্শক, কাউন্সিলর এবং আইটি স্পেশালিস্টকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

 

অভিযান শেষে পলাশ কুমার বসু বলেন, ‘ভিসা গাইড সেন্টার নামক প্রতিষ্ঠানটি মূলত একটি পরামর্শক প্রতিষ্ঠান। তাদের কাজ বিদেশে যেতে ইচ্ছুক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরামর্শ দেয়া। কিন্তু সেই জায়গা থেকে প্রতিষ্ঠানটি সরে এসে‌ অনুমোদন না নিয়ে বিদেশে লোক পাঠানোর নাম করে মোটা অংকের প্রতারণা করে আসছিল।

 

তিনি আরও বলেন, এসব কারণে অভিযান শেষে দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সি এস হাফিজ এবং এমডি মোশারফ হোসেনকে অভিবাসী আইন ২০১৩ এর ৩২ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

 

এছাড়া প্রতিষ্ঠানটির কাউন্সিলিংয়ের সাথে জড়িত আরিফুল ইসলাম ও আইটি স্পেশালিষ্ট সুজন রনিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়। সেই সাথে প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ