ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত এক নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিনের বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার পর পদত্যাগ করেছেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরোনবাই জেনবেকোভ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৪ অক্টোবরের নির্বাচনের ফল নিয়ে বিরোধীদের তুমুল আপত্তির পর থেকেই কিরগিজ প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জোরাল হয়ে উঠেছিল। নানান নাটকীয়তার পর অবশেষে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করলেন।
প্রেসিডেন্টের কার্যালয় প্রকাশিত এক বিবৃতিতে জিনবেকভ বলেছেন, আমি ক্ষমতা আঁকড়ে থাকতে চাই না। আমি চাই না নিজ দেশের জনগণকে রক্ষপাত ও গুলির অনুমতি দেওয়া প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্থান পেতে।
উল্লেখ্য, মধ্য এশিয়ার দেশটিতে ২০০৫ সালের পর বিক্ষোভের পদত্যাগ করা তৃতীয় প্রেসিডেন্ট হচ্ছেন জিনবিকভ। পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে ৪ অক্টোবর থেকে কিরগিজস্তানে বিক্ষোভ হচ্ছে। নির্বাচন কমিশন জিনবিকভ ও তার মিত্রদের বিজয়ী ঘোষণা করলে বিরোধীরা ফলাফল প্রত্যাখ্যান করে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক