ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২২
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর মালিক ও পরিচালক মুজিবুর রহমান চট্টগ্রামভিত্তিক স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। একই সঙ্গে তিনি চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বদেশের সম্পাদক।
স্থানীয়রা জানিয়েছেন, গত পার্লামেন্ট নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। এই খবর লেখা পর্যন্ত মুজিবুর রহমানসহ মালিকপক্ষের লোকজন এখন পলাতক রয়েছেন। স্মার্ট গ্রুপের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, বিএম কন্টেইনার ডিপো ছাড়াও দৈনিক পত্রিকা ও পোশাক কারখানাসহ ১২টি কোম্পানি রয়েছে স্মার্ট গ্রুপের অধীনে।
চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, বিএম কন্টেইনার ডিপো লিমিটেড একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) হিসেবে কার্যক্রম শুরু করে ২০১১ সালের মে মাসে। ১১ বছর ধরে প্রতিষ্ঠানটি রফতানি ও আমদানি কন্টেইনারাইজড কার্গো থেকে পণ্য খালাস ও বোঝাইয়ের (স্টাফিং/আনস্টাফিং) কাজ করছে। চট্টগ্রাম বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে প্রায় ৬০ একর জমিবিস্তৃত এই ডিপোতে রফতানি ও আমদানিকৃত পণ্যের কন্টেইনার ও খালি কন্টেইনার রাখা হয়।
বিএম কন্টেইনার ডিপোতে আগুনে হতাহতদের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মুজিবুর রহমান।
তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কন্টেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি। নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে হতাহতদের পাশে থাকব। আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয় আমরা বহন করব। এ দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে, তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সব হতাহতের পরিবারের দায়িত্ব নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক