ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩
নাজমুল হক মুন্না, উজিরপুর :: এখন একটি দফা সেই দফা হচ্ছে বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া জিনিসপত্রের দাম কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা তাহলে নির্বাচন নিয়ে যে দেশী-বিদেশি তাকে মোকাবিলা করা যাবে।
রুখ আমেরিকা রুখ বিএনপি -জামাত এই কর্মসূচির ধারাবাহিকতায় ৭অক্টোবর উজিরপুর মহিলা কলেজ মাঠে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে এ কথা বলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।
মেনন বলেন নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণ সীমা ছাড়িয়ে গেছে। কখনো স্যাংশন কখনো ভিসানীতি কখনো নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চায়। আসলে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করে অসাংবিধানিক সরকার কায়েম করা। তাদের এই লক্ষ্যে সকল দক্ষিণপন্থী শক্তি এক হয়েছে। কিন্তু তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হবে না। বাংলাদেশের জনগণ সুষ্ঠ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সাংবিধানিক ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবে। ওয়ার্কাস পার্টি উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা কমিটির সভাপতি কমরেড নজরুল হক নিলু।
জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মো: টিপু সুলতান জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম টুটুল ও এইচ এম হারুন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সীমা রানী। বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলো।
উপজেলা কমিটির সদস্য জাহিদ হোসেন খান ফারুক যুবমৈত্রীর জেলা কমিটির সহ সভাপতি আলমগীর হোসেন মৃধা ও স্থানীয় নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্য মো: রফিকুল ইসলাম।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক