ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
স্পোর্টস ডেস্ক : বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ঘানার বয়সভিত্তিক দলের ছয় ফুটবলারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে গোল ডটকমের খবরে বলা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘানার আশান্তি অঞ্চলের কুমাসি-অফিনসো রোডে এ ঘটনা ঘটে বলে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)।
ফুটবলারদের বহনকারী বাসটি নদীতে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। নিহত কিশোর ফুটবলারদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে জিএফএ। নিহত ফুটবলারদের বয়স ১২ বছর থেকে ১৬ বছরের মধ্যে। আহতদের সেন্ট প্যাট্রিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক