ঢাকা ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৫
মাত্র ১৭ বছর বয়সে বিশ্বফুটবলে তারকা বনে যাওয়া লামিন ইয়ামালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছে বার্সেলোনা। এই নতুন চুক্তির মাধ্যমে তরুণ স্প্যানিশ উইঙ্গারই হচ্ছেন ক্লাবটির সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার।
ইয়ামালের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত। তবে নতুন চুক্তি অনুযায়ী আগামী ছয় বছর বার্সার হয়ে মাঠ মাতাবেন তিনি।
২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক হয় ইয়ামালের। সদ্য শেষ হওয়া মৌসুমে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন এই বিস্ময় বালক। তার অসাধারণ নৈপুণ্যে এই মৌসুমে বার্সেলোনা জিতেছে ঘরোয়া ট্রেবল — লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ।
এর চেয়েও বড় ব্যাপার মাঠে এই বিস্ময় বালকের প্রভাব।
গোলমুখে প্রতিপক্ষ ডিফেন্ডারদের সামনে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছেন তিনি। দলের বিপদের সময় দারুণ পারফরম্যান্সে ব্যবধান গড়ে দিয়েছেন কয়েকটি ম্যাচে। এমন অবস্থায় ইয়ামালকে হারাতে চায়নি ব্লাউগ্রানারা।
বার্সেলোনার ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোর উপস্থিতিতে মঙ্গলবার (২৭ মে) ইয়ামাল এই নতুন চুক্তিতে স্বাক্ষর করেন।
বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ‘ইয়ামালের চুক্তি নবায়ন বার্সেলোনার ভবিষ্যৎ প্রকল্পের অংশ। বিশ্ব ফুটবলে তার মতো খেলোয়াড়ের উত্থান বিরল এবং স্মরণীয়।’
এই তরুণ বিশ্ব ফুটবলে যেভাবে নিজের অবস্থান তৈরি করেছে, তা ইতোমধ্যেই বার্সার ইতিহাসের অংশ হয়ে গেছে বলে মনে করে ক্লাবটি।
লা মাসিয়ার ইয়ামালের খেলার ধরণ ও প্রতিভা দেখে অনেকেই তাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করছেন। ইয়ামাল এখন পর্যন্ত কাতালান ক্লাবটির হয়ে ১১৫ ম্যাচে করেছেন ২৫টি গোল।
তিনি লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। এছাড়া বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলকও এখন ইয়ামালের।
আন্তর্জাতিক পর্যায়েও সফল এই উদীয়মান তারকা। স্পেন জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ১৯ ম্যাচ। এরমধ্যে ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে তার দল।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক