ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাদঁপাশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে দ্বশম শ্রেনীর এক স্কুল শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ১ টার দিকে ঐ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটককৃত স্কুল শিক্ষার্থী নাদিয়া আক্তার (১৫) ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী মোসলেহ উদ্দীন হাজীর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহ মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, নাদিয়া আক্তার মোরগ প্রতীকের প্রার্থী মোসলেহ উদ্দীন হাজীর মেয়ে। জাল ভোট দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
প্রিসাইডিং অফিসার বলেন, ওই ওয়ার্ডে ২হাজার ৩শত ১৬জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ১১৪৮জন ও পুরুষ ভোটার রয়েছেন ১১৬৮জন। ভোট কেন্দ্র ১৭ জন আনসার সদস্য ও বিপুল সংখক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানান, শুনেছি জাল ভোট দেয়ার অভিযোগে এক নারীকে পুলিশের হেফাজতে দিয়েছেন প্রিসাইডিং অফিসার। এখন পর্যন্ত থানায় আসেনি। থানায় আসলে বিস্তারিত
বলতে পারবো।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক