ঢাকা ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
বাবুগঞ্জ : বাবুগঞ্জে এয়ারর্পোট থানাধীন রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক কেজি গাঁজা।
শনিবার (১০ অক্টোবর) মহানগর ডিবি পুলিশের উপ-পরর্দিশক (এসআই) হরিদাস চন্দ্র নাগ ও তার টিম এই অভিযান পরিচালনা করেন।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- উজিপুর উপজেলার গুটিয় ইউনিয়নের রুস্তুম হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার ( ২৩ ) একই উপজেলার কেশব কাঠী গ্রামের মান্নান বেপারী ছেলে নজরুল বেপারী (২৫)।
এসআই হরিদাস চন্দ্র নাগ জানিয়েছে, গোপন সংবাদরে ভিত্তিতে অভিযান চালিয়ে রহমতপুর বাস স্টান এলাকার ভাতের হোটেলে এক কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক