ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স “হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড” লাভ করেছে।
প্রসূতি মাকে যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সন্তোষজনক সেবা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরিশাল বিভাগের মধ্যে এ শ্রেষ্ঠত্ব অর্জন করে ।
সম্প্রতি ঢাকায় “হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড” প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন এ সম্মাননা অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করেন। এ সময় স্বাস্থ্য সচিব আ. মান্নান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ. বি. এম. খুরশীদ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. কবির হাসান বলেন, বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সার্বিক কর্মকাণ্ডে বরিশাল বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাদের কর্মস্পৃহা বহুগুণ বেড়ে গেছে। মানুষের আশানুরূপ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরার পাশাপাশি এখন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করাই তাদের লক্ষ্য।
এদিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড” লাভ করায় স্বাস্থ্য কমপ্লেক্সে’র সকল চিকিৎসক ও সংশ্লিষ্টদের বানারীপাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক