ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০
বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা গ্রামের বধ্যভূমি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার ( ১ অক্টোবর ) মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, নারীনির্যাতন, ও যৌতুক বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় উক্ত অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোঃ রহমাতুল্লাহ, বিশেষ অতিথি বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশিল রায়, ইউপি সদস্য দিপঙ্কর রায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন মোল্লা, যুগ্ন সম্পাদক সজল চৌধুরী, ফয়েজ আহমেদ শাওন প্রমুখ। এছাড়াও সদর ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং নারীনির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক সহ এলাকার বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডের বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা মুলক বক্তব্য দেয়া হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক