ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩
বরিশালে এক স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের মামলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম সোহাগ (২৩)। সোমবার সকালে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করে বানারীপাড়া থানায় নিয়ে যায় র্যাব-৮ এর একটি দল।
মামলা সূত্রে জানা যায়, গত ১১ জুন সলিয়াবাকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাখারিয়া গ্রামের প্রবাসী শহিদের স্ত্রী রুবিনা আকতার ছবি (৩৮) ও ইয়াসিন নামে একজনের সহায়তায় একই গ্রামের জলিল হাওলাদারের ছেলে সোহাগ ও সায়েদ মোল্লার ছেলে মেহেদী (২৭) ওই ছাত্রীকে একটি বসত ঘরে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। ঘটনার পর থেকেই সোহাগসহ সকল আসামিরা পলাতক ছিল।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মাসুদ আলম চৌধুরী জানান, সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক