ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩
জাকির হোসেন, বানারীপাড়া::“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে ১২ জুলাই বুধবার বিকেল ৪টায় নরোত্তমপুর ব্রাদারস সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
প্রতি বছর বিভিন্ন সময় নিজেদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সরকারি রাস্তার পাশে অনেক প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। সুদীর্ঘ এক যুগ ধরে এলাকার তরুন সমাজ বৃক্ষরোপন কর্মসূচির পাশাপাশি উন্নয়ন মূলক কর্মকান্ডে নিয়োজিত থেকে সমান সংস্করনে অগ্রনী ভূমিকা পালন করে।
২০১১সাল থেকে প্রতিবছর ই এই সংগঠনের বিভিন্ন সচেতন ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। নরোত্তমপুর ব্রাদারস সংগঠনের সভাপতি মোঃ তারেক হাওলাদার এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা সর্বদা সংগঠনের নীতি নির্ধারকদের পরামর্শ ও নির্দেশনা অনুসরন করে কর্মকান্ড বাস্তবায়ন করে থাকে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক