বানারীপাড়ায় ধর্ষনের প্রতিবাদে শিক্ষার্থীদের গন অবস্থান

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

বানারীপাড়ায় ধর্ষনের প্রতিবাদে শিক্ষার্থীদের গন অবস্থান
নিউজটি শেয়ার করুন

 

বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়ায় দেশব্যাপী সংগঠিত ধর্ষনের প্রতিবাদে রুখে দাড়াও বাংলাদেশ ধর্ষকদের দিন শেষ এমন শ্লোগানে এবং ধর্ষনের শাস্তি স্বরুপ মৃত্যুদন্ড কার্যকর করায় যুবসমাজের ব্যানারে গন অবস্থান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার বিকালে বন্দর বাজারের সন্ধ্যানদীর ফেরীঘাট সংলগ্ন রাস্তায় শিক্ষার্থীদের এ গন অবস্থান কর্মসূচীতে বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক একে এম জাহিদ হোসেন সরদার, পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী, মনির হোসেন, সাংস্কৃতিক কর্মী রিপা মল্লিক, শিক্ষার্থী মোসাঃ শামিমা।

 

গন অবস্থান কর্মসূচীর আয়োজনের বিশেষ ভূমিকায় ছিলেন এস এম নাফি সরদার সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

 

গন অবস্থান কর্মসূচী শেষে ধর্ষনের শাস্তি স্বরুপ মৃত্যুদন্ড কার্যকর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি ফেরীঘাট থেকে শুরু হয়েচ ডাকবাংলো সংলগ্ন বঙ্গবন্ধু চত্ত্বরে এসে শেষ হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ