বানারীপাড়ায় দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

বানারীপাড়ায় দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার
নিউজটি শেয়ার করুন

পারভেজ মল্লিক : বানারীপাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) রাতে  এসআই (নিঃ) শাহাদাৎ হোসেন নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার কৃষ্ণপুর ও চৌয়ারীপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

থানা সূত্রে জানা গেছে , গ্রেফতারকৃতরা হলেন কৃষ্ণপুর গ্রামের মৃত আঃ রশিদ হাওলাদারের ছেলে আল আমিন ( ২৬) এবং উপজেলার চৌয়ারীপাড়া গ্রামের আঃ সালামের ছেলে শাকিল হাওলাদার (২২) ।

 

এই বিষয়ে বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চক্র দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছি। এ সময় তাদের কাছ থেকে ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ