ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) সকাল ১০টায় বানারীপাড়া বন্দর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম।
সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নিজামউদ্দিন, পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, আ.মন্নান মৃধা ও সাইফুল ইসলাম শান্ত, বানারীপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফী, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কে.এম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ শাওন প্রমুখ।
এসময় ব্যবসায়ীদের মাঝে হ্যান্ড স্যানেটাইজার ও সাবান বিতরণ করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক