ঢাকা ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
বরিশালের বানারীপাড়া উপজেলায় বাবা অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে থাকায় ঘরের মধ্যে একা পেয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হৃদয় হাওলাদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১টায় পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক মো. হৃদয় হাওলাদার পৌর শহরের ১নং ওয়ার্ডের কাঠ ব্যবসায়ী মো. শুক্কুর হাওলাদারের ছেলে। তিনি ডকইয়ার্ড শ্রমিক।
এ ব্যাপারে থানা ও ভিকটিমের পরিবার সূত্র জানায়, উপজেলার একটি অলিম মাদ্রাসার দাখিল শ্রেণির এক ছাত্রীর (১৬) সঙ্গে মো. হৃদয় হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল।
হঠাৎ করে তাদের সেই সম্পর্কে ভাটা পড়ে। তবে হৃদয় হাওলাদার নতুন করে আবার সেই সম্পর্ক গড়ার চেষ্টা করেন। সোমবার সন্ধ্যায় বাড়িতে ওই মাদ্রাসাছাত্রীর মা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওই ছাত্রীকে ঘরে একা রেখে তার বাবা অসুস্থ মাকে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ সুযোগে হৃদয় হাওলাদার তার বাড়িতে গিয়ে ওই ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে ওই ছাত্রীর কাছ থেকে মা এ ঘটনাটি জানতে পারেন। এ সময় তিনি মেয়ের অতিরিক্ত রক্তক্ষরণ দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা দেন।
এর পর উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ওসিসিতে স্থানান্তর করেন।
এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন নবকন্ঠ ২৪ কে জানান, সোমবার রাতে হৃদয় নামের এক শ্রমিক ভিকটিমকে নিজ ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ করে। খবর পেয়ে ধর্ষককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক