ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০
নিজস্ব প্রতিবেদক : বানারীপাড়ায় পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাছেল মালের উদ্যোগে মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিন কুন্দিহার জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মিলাদে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম মাল, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম সেলিম, যুবলীগ নেতা মুরাদসহ মুসল্লিগনরা দোয়া মোনাজাত করেন মাওলানা ফিরোজ হোসেন।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে সাবেক চীফ হুইপ ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে ৯টার দিকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক