ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১
বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস সরদারের ছেলে ছাত্রদল নেতা সুমন সরদারকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার চাখার ইউনিয়নের এক গৃহবধু (৩০) বাদী হয়ে সুমন সরদারের বিরুদ্ধে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেণ। থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন এ মামলাটি তদন্ত করার জন্য এস.আই মো.মোকতার হোসেনকে নির্দেশ দেন। সে অনুযায়ী ওই দিন তিনি চাখার এলাকা থেকে সরেজমিন তদন্ত পূর্বক ছাত্রদল নেতা সুমন সরদারকে (৩৮) গ্রেফতার করেণ।
এব্যাপারে থানার ইন্সেপেক্টর (ওসি তদন্ত) মো.জাফর আহম্মেদ জানান, অভিযুক্ত সুমন সরদারকে গ্রেফতার করার পাশাপাশি রোববার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক