ঢাকা ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন যোগদান করার পরেই ধরাশায়ী হচ্ছে মাদক ব্যবসায়ীরা।
তিনি যোগদান করার পরই তার দিক নির্দেশনায় ৭ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে ইতিমধ্যেই মাদকদ্রব্য আইনে জেলা হাজতে প্রেরণ করেছে।অভিযানের ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় বানারীপাড়া বাইশারী ইউনিয়নের বালিপাড়া ৩নং ওয়ার্ডের সরদার বাড়ির মোঃ সেলিম সরদারের ছেলে মোঃ সজিব সরদারকে প্রথমে ৫ গ্রাম গাঁজা সহ আটক করে পরে অভিযান চালিয়ে সজিবদের পুকুরের উত্তর পার থেকে ২ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
লবনসাড়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার রাত ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সজিব নামে গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়।
উপ-পরিদর্শক (এস আই)মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে।তাকে জেলা হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে বলে জানান থানা পুলিশ।তাদের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে বানারীপাড়া সচেতন মহল।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক