ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
বরিশালের বানারীপাড়ার একটি অস্ত্র মামলার রায়ে রাসেল মুন্সি নামে এক ব্যক্তিকে ১০ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম গতকাল বুধবার আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত রাসেল বানারীপাড়া উপজেলার বিশারাকান্দি এলাকার শেরজাহান মুন্সীর ছেলে।
সংশ্লিস্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, ২০১২ সালের ২৭ নভেম্বর একটি ওয়ান শুটার গান এবং এক রাউন্ড গুলি সহ রাসেল মুন্সীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জাকির বাহাদুর।
থানার এসআই ইউসুফ আলী হাওলাদার একই বছরের ১৮ ডিসেম্বর রাসেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালতে ১২ জনের সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় রাসেল মুন্সীকে ১০ বছরের কারাদন্ড দেন আদালত। রায় ঘোষনার সময় রাসেল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর নির্দেশ দেন আদালত।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক