বানারীপাড়ায় অন্তঃস্বত্ত্বা নারীকে মারধর

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২

বানারীপাড়ায় অন্তঃস্বত্ত্বা নারীকে মারধর
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরিশালের বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া গ্রামে বিরোধপূর্ণ সম্পত্তির গাছ কাটায় বাধা দেওয়ায় রেখা বেগম (২৮) নামের ৬ মাসের অন্তঃস্বত্ত্বা এক নারীকে বেধরক পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ ব্যপারে শুক্রবার রাতে আহত ওই নারীর স্বামী মো. মর্তুজা খান বাদী হয়ে সুজন খান (৩০) ও তার পিতা জাহাঙ্গির খান (৮০) কে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

জানা গেছে, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের মর্তুজা খানের সঙ্গে একই বাড়ির জাহাঙ্গির খানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ১৮ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জাহাঙ্গির খান ও তার ছেলে সুজন খানসহ তাদের লোকজন মর্তুজা খানের পৈত্রিক সম্পত্তিতে তার রোপিত মেহগিনিসহ বিভিন্ন প্রজাতের গাছ কেটে নেয়। এসময় তাদেরকে বাধা দিতে গেলে মর্তুজা খানের অন্তঃস্বত্ত্বা স্ত্রী রেখা বেগমকে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে আহত করা হয়। এসময় তার ডাক-চিৎকারে বাড়ির অন্যরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে।

 

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এখন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ