ঢাকা ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। রবিবার বেলা সাড়ে ১২টায় ওই উপজেলার পাদ্রিশিবপুর স্কুল মাঠে স্থানীয় ৮শ’ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশাল অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এসময় উপস্থিত ছিলেন। এছাড়া বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ সময় জিওসি বলেন, বাংলাদেশ সেনা বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক