বাকেরগঞ্জে ডায়রিয়ায় শিশুসহ ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

বাকেরগঞ্জে ডায়রিয়ায় শিশুসহ ৫ জনের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

বরিশালের বাকেরগঞ্জে এ পর্যন্ত ৫ জন ডায়রিয়ায় মারা গেছে। গত কয়েক দিনে গড়ে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী ডায়রিয়াজনিত রোগ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন।

 

চিকিৎসকরা জানিয়েছেন, কোনোভাবেই ডায়রিয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুরো স্বাস্থ্য কমপ্লেক্সেই যেন ডায়রিয়া ইউনিটে পরিণত হয়েছে।

 

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বুধবার জানিয়েছেন, এখানে মঙ্গলবার ৩ জন ডায়রিয়ায় মারা গেছেন। এর মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ। বুধবার হাসপাতালে ডায়রিয়ার রোগীভর্তি আছেন ৬৭ জন। তবে বাড়িতে চিকিৎসা অবস্থায় আরও ২ জন ডায়রিয়ায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

 

এদিকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিপেন্ডেবল ইয়ুথ সোসাইটির সভাপতি শাহরিয়ার রিজবি বলেন, বাকেরগঞ্জে গত সপ্তাহে ২ জন মারা গেছেন। মঙ্গলবার রিয়াদ নামে এক শিশু, বৃদ্ধা গোলবানুসহ আরও এক নারীর মৃত্যু হয়েছে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ