ঢাকা ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০
বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া বিজয়ী হয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে লোকমান ডাকুয়া পেয়েছেন ৭ হাজার ৪১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খলিলুর রহমান ২ হাজার ৪১১ ভোট এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুজ্জামান পেয়েছেন ৯১৪ ভোট।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, ‘বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৯টি বুথে (ভোট কক্ষ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৩০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৬৭০ জন এবং নারী ভোটার ৭ হাজার ৬৩৪ জন। ভোট দিয়েছেন ১০ হাজার ৩৬৬ জন। ভোট বাতিল হয়েছে ৩১টি। সে হিসাবে এ পৌরসভায় ৬৮ ভাগ ভোট পড়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক