ঢাকা ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
পটুয়াখালীর বাউফলে প্রায় সাড়ে চার হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার এসব পলিথিন জব্দ করা হয়।
এসময় অনিল দাস নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত অনিলকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বাউফল পৌর শহরের নাজিরপুর এলাকার সুলতান আহম্মেদ এর ঘর থেকে দুই হাজার কেজি, দাশপাড়া ইউপির ব্রিক ফ্লিড এলাকার মিনহাজ উদ্দিন এর বাসা থেকে ২২০০ কেজি ও থানা ব্রিজ সংলগ্ন জয়নাল সিকাদারের বাসা থেকে ৩০৪ কেজি পলিথিন জব্দ করা হয়।
আটক অনিল দেবনাথ বলেন করেন, কালিশুরী ইউপির আবদুল হোসেন এসব পলিথিনের মালিক। তিনি ম্যানেজার হিসাবে কাজ করছেন মাত্র।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদি ও র্যাব ৮ এর সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক