ঢাকা ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন ব্যাপারী (৫৮) মারা গেছেন। নির্বাচিত হওয়ার ১২ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি।
গত ৭ ফেব্রুয়ারী সপ্তম ধাপের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে আমির হোসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আমির হোসেন ব্যাপারী দীর্ঘদিন থেকে হৃদরোগজনিত রোগে ভুগছিলেন। তার হৃদপিন্ডে একাধিক রিং বসানো ছিল। নির্বাচনের পর থেকে তিনি অসুস্থতা অনুভব করছিলেন।
শুক্রবার বাড়ি থেকে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। শনিবার ভোরে লঞ্চ থেকে নেমে কেরানীগঞ্জ এলাকায় তাঁর এক আত্মীয়ের বাসায় ওঠেন। সন্ধ্যায় চিকিৎসকের চেম্বারে যাওয়ার পথে তিনি অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে আমির হোসেন স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আমির হোসেন ব্যাপারীর মৃত্যুতে বাউফলের নাজিরপুর ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক