বাউফলে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

বাউফলে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম
নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

 

সোমবার রাত ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, কামাল মমিনপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে অতর্কিতভাবে কুপিয়ে জখম করে। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

তবে কে বা কারা এ হামলা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। আহত কালামের ভাই সাবেক ইউপি সদস্য মো. হাবিব বলেন, হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের ওপর হামলা করা হয়েছে।

 

এ বিষয়ে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ