ঢাকা ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কামাল মমিনপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে অতর্কিতভাবে কুপিয়ে জখম করে। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তবে কে বা কারা এ হামলা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। আহত কালামের ভাই সাবেক ইউপি সদস্য মো. হাবিব বলেন, হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের ওপর হামলা করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক